লাঙ্গলে ভোট চাই, লাঙ্গল এ জাতিকে সুশাসন দিয়েছিল : আবু তাহের

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৮:৫৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের নির্বাচনী প্রচারণার ১ম দিনে ডবলমুরিং ২৮নং ওয়ার্ডে ব্যাপকভাবে গণসংযোগ করেন। গতকাল তিনি দুপুর থেকে বিকাল পর্যন্ত তার নির্বাচনী এলাকার ডবলমুরিং থানার ২৮নং ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে গণসংযোগ করেন।

গণসংযোগকালে আবু তাহের এলাকার ভোটারদের কাছ দোয়া এবং ভোট চান। এসময় তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামল ছিল এই দেশের মানুষের জন্য স্বর্ণ যুগ। এই দেশের মানুষ এখনো শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে হুসেইন মুহাম্মদ এরশাদকে স্মরণ করেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদএর প্রতিষ্ঠিত দলজাতীয় পার্টির প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আপনাদের পাশে থাকবোআজীবন। গণসংযোগে অংশগ্রহণ করেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর, ফজলে আজিম দুলাল, নাসির উদ্দিন ছিদ্দিকী, শেখ আকতার হোসেন, আবসার উদ্দীন রনি, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শফিউল আজম লিটন, বন্দর জাপা নেতা জসিম উদ্দিন, জহুর উদ্দিন, আরমান মিয়া, যুব সংহতি নেতা কায়সার হামিদ মুন্না, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আজগর আলী, জাপা নেতা মোঃ সেলিম, সিরাজুল ইসলাম, ছাত্র সমাজ নগর’র আহ্বায়ক শরীফুল মোল্লা নিরব, সদস্য সচিব আরাফাতুল ইসলাম কচি প্রমুখ সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দীর্ঘ গণসংযোগে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বিদেশি পিস্তলসহ সিএনজি চালক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নয়নে সহযোগী অংশীদার হবে ইইউ