লাঙল জিতলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে

গোসাইলডাঙ্গায় গণসংযোগকালে জাপার আবু তাহের

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু তাহের বলেছেন, লাঙ্গল জিতলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এদেশের মানুষ জাতীয় পার্টিকে আবার রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সন্ত্রাসচাঁদাবাজি নির্মূল হবে। মুখের কথায় নয়প্রকৃত সেবক হিসেবে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আগ্রাবাদছোটপুলগোসাইলডাঙ্গা এলাকার মানুষের সুখেদুখে সব সময় পাশে থাকতে চাই। গতকাল আগ্রাবাদ ছোট পুল, ডবলমুরিং থানাধীন ২৭নং ওয়ার্ডের বহুতলা কলোনি, বেচা শাহ রোড, হাড্ডি শাহ রোড এবং ৩৬ নম্বর ওয়ার্ড পশ্চিম গোসাইলডাঙাজাম্বুরি মাঠ এলাকার অলি গলিতে গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

গণসংযোগকালে তিনি এলাকার স্থানীয় জনগণ ও ভােটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট চান। গণসংযোগকালে জাপা প্রার্থী আবু তাহের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে একবার সেবা করার সুযোগ চান। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি নেতা নাছির উদ্দীন সিদ্দিকী, আহবায়ক এডভোকেট লিটন কান্তি গুহ, শেখ আকতার উদ্দিন, কে এম আবছার উদ্দিন রনি, ইপিজেড থানার সভাপতি জহুর উদ্দিন জহির, সাধারণ সম্পাদক আবদুর লতিফ, ডবলমুরিং থানা জাপা সদস্য সচিব মোহাম্মদ আরমান মিয়া, যুগ্ম আহবায়ক ফয়েজ, চান্দগাঁও থানা আহবায়ক সালামত ভুইয়া, সদস সচিব মোহাম্মদ ওসমান অভিমানে আহমেদ, নগর যুব নেতা কায়সার হামিদ মুন্না, শ্রমিক নেতা মোহাম্মদ মামুন, নগর ছাএসমাজের আহবায়ক শরিফুল মোল্লা নিরব, যুগ্ম আহবায়ক আরাফাতুল আলম কচি, যুব নেতা মোহাম্মদ জাহেদ শাহজাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে ডাকাত কবলিত ২০ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
পরবর্তী নিবন্ধখনন যন্ত্রের থাবায় নিধন হচ্ছে শত শত গাছ