লাগামহীন দ্রব্যমূল্যের কারণে জনগণ আজ অসহায়

সাতকানিয়া উপজেলা বিএনপির সভায় আবু সুফিয়ান

| শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। লাগামহীন দ্রব্যমূল্য ও সরকারের দুর্নীতির কারণে জনগণ অসহায়।

গত বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান।

সাতকানিয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জামাল হোসেনের সভাপতিত্বে ও সাতকানিয়া পৌরসভা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহবায়ক মাঈনুদ্দীন মোহাম্মদ জাহেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গোলাম রসূল মোস্তাক, আহমদুল হক সিকদার, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ লোকমান মেম্বার, আব্দুল মোমেন চৌধুরী, আবদুর রহিম মেম্বার, হাজী ছামাদ, ইঞ্জি. মোহা. জিয়াবুল হোসেন, মোস্তাক আহমদ, দিদার হোসেন, আবুল কালাম, আবদুল নোমান, আবদুল আলীম, মোহাম্মদ মোর্শেদুল আলম, এম. সোহেল রানা সওদাগর, মোহাম্মদ ইসমাইল, শাহ আলম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আবছার, নূর মোহাম্মদ, মো. ইউনুছ সওঃ মেম্বার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাদিসুরের পরিবারকে ১০ লাখ টাকা দিল বিএমএমওএ
পরবর্তী নিবন্ধহাটহাজারীর ঋণখেলাপি ব্যবসায়ী বিমানবন্দরে আটক, জামিনে মুক্ত