অনলাইনে জুয়ার লোভনীয় আসর পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ২ সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছে থেকে ডিজিটাল জুয়া খেলার টাকা, ডলার, রুপিসহ বিভিন্ন মোবাইল এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর ইপিজেড থানাধীন কলসী দিঘীর পাড়স্থ বালুর মাঠের কমিশনারের মার্কেটের সামনে কতিপয় জুয়ারি স্মার্ট ফোনের মাধ্যমে জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলা পরিচালনাসহ বিকাশের মাধ্যমে অবৈধভাবে জুয়ার টাকা লেনদেন করে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে গত ৫ জুন ১০টা ১৫ মিনিটে ঐ স্থানে অভিযান চালিয়ে নোয়াখালীর হাতিয়ার মিয়াগ্রামের বর্তমানে বন্দরটিলায় মৃত আবুল কাশেমের ছেলে মো. রাসেল হায়দার (৩৫), কিশোরগঞ্জের অষ্টগ্রামের সাহাবিয়া নগরের বর্তমানে বন্দন থানাধীন বালুর মাঠ এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।