টোকিওর দক্ষিণপশ্চিমের সমুদ্র তীরবর্তী শহর আতামিতে প্রাণঘাতী ভূমিধসের রেশ কাটতে না কাটতেই জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতে উদ্বিগ্ন কর্তৃপক্ষ কয়েকটি প্রশাসনিক এলাকার ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নির্দেশনা জারি করেছে। খবর বিডিনিউজের।
শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত রেকর্ড হয় বলে জাপানি গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাপানের আবহাওয়া বিভাগ কিয়ুশু দ্বীপের তিনটি প্রশাসনিক এলাকায় সর্বোচ্চ বৃষ্টি সতর্কতা জারি করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ পরে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেয়। ভারী বৃষ্টির কারণে ওই অঞ্চলের বিভিন্ন নদীর পানি বেড়ে বন্যা দেখা দিতে পারে বলেও বাসিন্দাদের সতর্কও করা হয়েছে। জাপানে ভারী বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস ও ভূমিকম্পের মতো দুর্যোগে প্রায়ই প্রাণহানির খবর পাওয়া যায়। সপ্তাহখানেক আগে দেশটির আতামি শহরে ভারী বর্ষণের পর সৃষ্ট ভূমিধস ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে।