ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা থেকে খুব বেশি দূরে নয় ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখেরও বেশি সমর্থনকে সঙ্গে করে আজ ফাইনালে নামছে রোহিত শর্মার দল। তাই প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন্য বিশাল এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে গ্যালারিতে পিনপতন নীরবতা আনতে মুখিয়ে আছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। শিরোপা লড়াইয়ের আগে গতকাল সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘দর্শক সমর্থন অবশ্যই একতরফা থাকবে তবে খেলাধুলায় বিশাল দর্শককে চুপ করিয়ে দেওয়ার মতো তৃপ্তি আর কোনো কিছুতে নেই। কাল এটাই আমাদের লক্ষ্য। ফাইনালের প্রতিটি অংশকেই সাদরে মেনে নিতে হবে। জানি যে, দর্শক গলা ফাটাবে ও আগ্রহ দেখাবে। সেসবে আমাদের মনোযোগ দিলে চলবে না। আমরা জানি যে, গ্যালারি পরিপূর্ণ থাকবে। ১ লাখ ৩০ হাজার দর্শক ভারতকেই সমর্থন করবেন। ব্যাপারটা দারুণ। তারা এই টুর্নামেন্টে অসাধারণ খেলছে, এখনও অপরাজিত। তবে আমরা জানি, নিজেদের সেরাটা দিতে পারলে আমরা ওদেরকে ভালোই নাড়িয়ে দিতে পারব।’ কামিন্সের মতে, ভারতকে চ্যালেঞ্জ জানানোর জন্য নিজেদের সেরাটা দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আমার মনে হয় যে যেকোন দলকে চ্যালেঞ্জ জানাতে হলে আমাদের পুরোপুরি সেরা অবস্থায় না থাকলেও হবে। দলের সবাই কালকের ম্যাচে এটা থেকে অনেক আত্মবিশ্বাস নিয়ে যেতে পারে।’ অজি অধিনায়ক পিচ সম্পর্কে বলেন, ‘নিশ্চিত করেই এটা দুই দলের জন্য একই। আপনার নিজের দেশে নিজেদের উইকেটে খেলার একটা সুবিধা অবশ্যই আছে। পুরো জীবনে এই একই উইকেটে খেলছেন। কিন্তু আমরাও এখানে অনেক ক্রিকেট খেলেছি। তাই দেখি, কী হয়।’ এই স্টেডিয়ামে টস জেতা দল ম্যাচ জিতেছে চারবার, হেরেছে তিনবার। তাই কামিন্সের চোখে টস গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, ‘আমার মনে হয়, এখানে টস গুরুত্বপূর্ণ নয়। যেমনটা মুম্বাইয়ের ক্ষেত্রে বা অন্য ভেন্যু সম্পর্কে বলা হয়। তাই তারা যাই আমাদের দিক না কেন, আমরা সবকিছুর জন্য তৈরি থাকব। দেখি এরপর কী হয়। কিন্তু নিশ্চিত করেই আমাদের কিছু পরিকল্পনা থাকবে।’