লাখো ভক্তের আল্লাহু-আল্লাহু ধ্বনিতে হযরত শাহ মোহছেন আউলিয়ার (রহ:) এর বার্ষিক ওরশ আনোয়ারার বটতলী মাজার প্রাঙ্গণে গতকাল রোববার সম্পন্ন হয়েছে। করোনাকালে ওরশ কমিটির পক্ষ থেকে তেমন কোন আয়োজন ছিল না। তবুও ওরশকে ঘিরে দেশের বিভিন্নস্থান থেকে হাজার হাজার গরু, ছাগল, মহিষসহ গৃহপালিত পশু নিয়ে দরগাহ এলাকায় আসতে থাকেন ভক্তরা। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জেয়ারতে অংশ নেন। মাজার কমিটির মোতোওয়াল্লী এসএম ফজলুল করিম ও যুগ্ম মোতোওয়াল্লী মাস্টার এসএম জহিরুল ইসলাম জানান, করোনাকালে বড় আয়োজন ছিল না। শুধু ওরশের কার্যক্রম রাখা হয়েছে। মাজারে আগত ভক্তদের স্বাস্থ্য বিধি মেনে চলার তাগিদ দেয়া হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ভক্তদের আল্লাহু-আল্লাহু ধ্বনিতে মাজার এলাকা মুখরিত। এতে মিলাদ, জিকির,আখেরি মুনাজাত ও তবারুক বিতরণ করা হয়। ভক্তরা তাদের মনোবাসনা পুরণে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে আয়োজক কমিটির পক্ষ থেকে বার বার মাইকে ঘোষণা দেয়া হয়।
জনশ্রুতি অনুযায়ী, ৮২৫-৮৭০ হিজরির কোন এক সময় ইসলাম ধর্ম প্রচার ও প্রসারে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ:) আরব দেশ থেকে হযরত বদর আউলিয়াকে (রহ:) সঙ্গে নিয়ে আনোয়ারায় আসেন । পরে উপজেলার ঝিওরি গ্রামে অবস্থান নেন। ঝিওরি গ্রামে তাঁকে প্রথম সমাহিত করা হয়। পরে শঙ্খ নদীর ভাঙনের কারণে সেখান থেকে স্থানান্তর করে বটতলীর বর্তমান মাজারস্থলে তাঁকে সমাহিত করা হয়। তাঁর মাজারে কালো পাথরে আরবিতে লিখা একখানা শিলালিপি সযত্নে এখনো রক্ষিত আছে।











