লাখের নিচে নামল স্বর্ণের দাম

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ৮:০৪ পূর্বাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা কমে ৯৯ হাজার ২৭ টাকা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। খবর বাংলানিউজের।

গত ২০ জুলাই দেশের ইতিহাসে রেকর্ড দাম ওঠে এই মূল্যবান ধাতুর। তখন সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে এক লাখ ৭৭৭ টাকা করা হয়। তারপর গতকাল ফের স্বর্ণের দাম কমানো হলো। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৭ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৪ হাজার ৫৯৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪০৪ টাকা কমিয়ে ৮১ হাজার ৬৪ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৭ হাজার ৫৩৪ টাকা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ড্রপ ব্যবহার করে ব্যবসায়ী অসুস্থ