সিজেকেএস–সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে জয় দিয়ে শুরু করেছে ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় তারা ২–০ গোলে রেলওয়ে রেঞ্জার্সকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দিপু মারমা ও সাগর প্রত্যেকে ১টি করে গোল করেন। গতকাল খেলার শুরু থেকে সমানতালে দু’দল আক্রমণ প্রতি আক্রমণ করে খেলতে থাকে। কিন্তু যোগ্য গোলদাতার অভাবে খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। ফলে গোলবিহীনভাবে শেষ হয় খেলার প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে গোলের জট খুলে ফেলে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। পরিকল্পিনা মাফিক সুন্দর একটি আক্রমণ থেকে বল পেয়ে যান দিপু মারমা। তিনি বল জালে পৌঁছে দিলে এগিয়ে যায় লাকী স্টার ক্লাব (১–০)।
এরপর সমতা আনার সুযোগ পেয়েছে রেলওয়ে রেঞ্জার্স। কিন্তু পেলে কি হবে। নিদারুণভাবে গোল করতে ব্যর্থ হয় দল। এ অর্ধের ৩০ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় লাকী স্টার। তবে তাদের এ গোলটি আসে পেনাল্টি থেকে। রেলওয়ের বক্সে লাকী স্টারের একজন ফরোয়ার্ডকে ফাউল করলে সহকারী রেফারি সানোয়ার হোসেন সংকেত দেন। সে সংকেত আমলে নিয়ে রেফারি শিমুল বড়ুয়া পেনাল্টির নির্দেশ দেন লাকী স্টারের পক্ষে। চট্টগ্রামের লিগে এ ধরণের ঘটনা খুব একটা দেখা যায় না। পেনাল্টি থেকে লাকী স্টারের সাগর লক্ষ্যভেদ করলে দারা এগিয়ে যায় (২–০) গোলে। এর গোলের চার মিনিট বাদে লাকী স্টারের দিপু মারমা বক্সে গোলরক্ষককে একা পেয়েও যান। কিন্তু বল জালে পাঠাতে ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি। এ অর্ধের ৩৮ মিনিটে রেলওয়ের গোলরক্ষককে বক্সের বাইরে এসে হাত দিয়ে বল ধরায় লালকার্ড পেতে হয় এবং মাঠ থেকে বের হয়ে যেতে হয়। ম্যাচসেরা দিপু মারমার হাতে পুরস্কার তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের পরিচালক প্রধান দেব। আজকের খেলায় বাকলিয়া একাদশ এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাব অংশ নেবে। বেলা ২.৪৫টায় এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।