নগরীর আকবরশাহ থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া কয়েল ও রড উৎপাদন করার দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মান নিয়ন্ত্রণ সংস্থাটি। গতকাল দুপুরে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মোশতাক আহমেদ। তিনি আরো জানান, বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন কয়েল উৎপাদন ও বাজারজাত করায় মাওলা এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানকে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া লাইসেন্স ছাড়া এম এস রড উৎপাদন ও বাজারজাত করায় একই এলাকার ড্রিম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।