চটগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট ও কালিয়াইশে খাদ্যশস্য ব্যবসার লাইসেন্সের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ৩টি রাইস মিল ও ২টি পাইকারি দোকানে খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স না থাকায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় উপজেলা ফুড কন্ট্রোলার সাহেদুল ইসলাম এবং ইন্সপেক্টর, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম দৈনিক আজাদীকে বলেন, কেরানিহাট ও কালিয়াইশে খাদ্যশস্য ব্যবসার লাইসেন্সের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় কেরানীহাটের শাহজালাল অটো রাইস মিলকে ১০ হাজার টাকা, শাহ্ আকতারিয়া অটো রাইস মিলকে ১০ হাজার টাকা, আলী হোসেন এন্ড সন্সকে ৫ হাজার টাকা, ইসলাম এন্ড সন্সকে ১ হাজার টাকা এবং কালিয়াইশের মামা ভাগিনা অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।