লাইসেন্স ছাড়া খাদ্যশস্য উৎপাদন ও বিপণন, ৩৬ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৮ অপরাহ্ণ

চটগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট ও কালিয়াইশে খাদ্যশস্য ব্যবসার লাইসেন্সের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় ৩টি রাইস মিল ও ২টি পাইকারি দোকানে খাদ্যশস্য ব্যবসার লাইসেন্স না থাকায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় উপজেলা ফুড কন্ট্রোলার সাহেদুল ইসলাম এবং ইন্সপেক্টর, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম দৈনিক আজাদীকে বলেন, কেরানিহাট ও কালিয়াইশে খাদ্যশস্য ব্যবসার লাইসেন্সের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় কেরানীহাটের শাহজালাল অটো রাইস মিলকে ১০ হাজার টাকা, শাহ্ আকতারিয়া অটো রাইস মিলকে ১০ হাজার টাকা, আলী হোসেন এন্ড সন্সকে ৫ হাজার টাকা, ইসলাম এন্ড সন্সকে ১ হাজার টাকা এবং কালিয়াইশের মামা ভাগিনা অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, এস আলমের সাইফুলের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত