লাইসেন্স ও পণ্যে মেয়াদ না থাকায় কর্ণফুলী ফুড জোনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার ফকিরনীরহাটে নিবন্ধন লাইসেন্স ও উৎপাদিত পণ্যে মেয়াদ উল্লেখ না থাকার অপরাধে কর্ণফুলী ফুড জোনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা উপজেলা ফকিরনীরহাটে কর্ণফুলী ফুড জোন হোটেল ও রেস্তোরাতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, কর্ণফুলী ফুড জোন নামক হোটেল রেস্তোরাঁ নিবন্ধন লাইসেন্স ছিল না।

এছাড়াও তাদের ফ্রিজে ফিরনি, বোরহানি পাওয়া গেছে যেগুলোর উৎপাদন মেয়াদ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না। যার কারণে হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসকদের বিদেশ ভ্রমণ : আদেশের একদিন পরই বাতিল নীতিমালা
পরবর্তী নিবন্ধচমেকে ওয়ার্ল্ড এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ