চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স না থাকা, বিএসটিআই অনুমোদন না থাকা এবং অনুমোদহীন ব্র্যান্ড ও প্যাকেট ব্যবহার করে চা ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রিমিও এগ্রো এন্ড কনজ্যুমারকে প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
নগরীর আকবরশাহ এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও এসএস ট্রেডার্সে অভিযান চালিয়ে ১২টি প্রতিষ্ঠানের চায়ের প্যাকেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রিমিও এগ্রো এন্ড কনজ্যুমার বিএসটিআইয়ের অনুমোদন এবং চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স ছাড়াই ক্যালভিন ব্লাক টি এবং ক্যালভিন স্পেশাল টি নামে চা পাতা বিক্রি করছিল বলে প্রমাণ পায় আদালত।
এছাড়া এসএস ট্রেডার্স এ ১২টি প্রতিষ্ঠানের কালার প্যাকেট পাওয়া যায়। বাংলাদেশ চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।