লাইলাতুল কদর উপলক্ষে সালাতু সালাম মাহফিল

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৬:৩৬ পূর্বাহ্ণ

মহান লাইলাতুল কদর ও মহান মুর্শেদ কেবলার ১১১ তম শুভাগমন দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে হাজীপাড়া রহমানিয়া দরবার শরীফে ২৬ মার্চ সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াতের সভাপত্বিতে সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্‌। আরও উপস্থিত ছিলেন আল্লামা বারাকাত শাহ নিজামী।

আল্লামা সৈয়দ ইমাম হায়াত বলেন, কোরআনুল করীম নাজিলের মাধ্যমে দয়াময় আল্লাহতাআলার সম্পর্কের মূল কেন্দ্র ও সকল গুণজ্ঞানকল্যাণের উৎস অস্তিত্বের প্রাণ শানে রেসালাতের প্রকাশের মাধ্যমে দ্বীনে হকের সূর্যোদয়, ঈমানীয়াত ও ইনসানিয়াতের মহা বিপ্লবের সূচনা এবং মিথ্যার আঁধার ও জুলুমস্বৈরদস্যুতন্ত্রের অবরুদ্ধতা থেকে জীবন ও মানবতার মুক্তির সুপ্রভাত মহান কদর মোবারক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফজলুল হক
পরবর্তী নিবন্ধজিয়া শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, লড়েছেন রণাঙ্গনেও