লাইমলাইট স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

নগরীর লাইমলাইট গ্রামার স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফি। স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গার্হস্থ্য অথনীতি সিটি করপোরেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলম আখতার, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শৈবাল আচার্য্য ও লাইমলাইট গ্রামার স্কুলের সভাপতি অধ্যাপক মো. খুরশিদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিউল আজম শফি বলেন, ‘আজকের তরুণ প্রজন্মের হাতেই নির্ভর করছে আগামীর ভবিষ্যত। তাই তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে আমাদের। সন্তানরা যাতে খারাপ পথে না যায় সেজন্য অভিভাবকদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। পাশাপাশি স্মার্ট ফোনের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক জহুর উদ্দীন জহির ও সিনিয়র শিক্ষিকা নাহিদ সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী, ক্রীড়া প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থী এবং বিভিন্ন ইভেন্টে জয়ী শিক্ষক ও অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুর অধ্যাপকদের দুদিনব্যাপী কর্মশালা
পরবর্তী নিবন্ধমহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়েবসাইট উদ্বোধন