লাইভে আসছেন শাবনূর

| শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৯:৫৭ পূর্বাহ্ণ

এক সময়ের সাড়াজাগানো চিত্রনায়িকা শাবনূর এখন বিদেশে থাকলেও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ইউটিউবে লাইভে আসছেন। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় এই লাইভ হবে বলে শাবনূর ঘোষণা দিয়েছেন। খবর বিডিনিউজের।
নিজের খোলা ‘ঝযধনহড়ড়ৎ’ ইউটিউব চ্যানেলে এই লাইভে অংশ নেবেন তিনি। অস্ট্রেলিয়া প্রবাসী এই চিত্রনায়িকা এই বছরের মার্চে ইউটিউবে যুক্ত হন। ইতোমধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা পৌনে ৩ লাখ ছাড়িয়েছে। কয়েক বছর ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাবনূর। একমাত্র ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকছেন তিনি।
নব্বইয়ের দশকের গোড়ার দিকে ‘চাঁদনী রাতে’র মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন শাবনূর। পরে সালমান শাহর সঙ্গে তার জুটি হয়ে উঠেছিল দারুণ জনপ্রিয়; তাদের অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘তুমি আমার’সহ বেশ কয়েকটি সিনেমা ছিল বেশ ব্যবসা সফল। ২০১৫ সালের দিকে অস্ট্রেলিয়ায় যান তিনি। মাঝে-মধ্যে বাংলাদেশে আসেন শাবনূর; বছর তিনেক আগে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনিজের দেশেই অস্তিত্বহীন অভিনেত্রী ঝাও
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন