দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অপরিহার্য অংশ হচ্ছে লাইব্রেরি। একটি সমৃদ্ধ লাইব্রেরি ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের কথা কল্পনাও করা যায় না। পৃথিবীতে বহুকাল আগ থেকে লাইব্রেরিগুলো জ্ঞানবিজ্ঞানের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গতকাল সকালে নগরীর অন্যতম বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এবং ইনস্টিটিউট অব এ্যাপ্লাইড হেল্থ সায়েন্সেস (আইএএইচএস)-এর সেন্ট্রাল লাইব্রেরি অটোমেশন এন্ড ডিজিটালাইজড এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন,
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, জানার কোন শেষ নেই। যত শিক্ষা গ্রহণ করবে, তত বেশী জ্ঞান বৃদ্ধি পাবে। নেলসন ম্যান্ডেলাকে উদ্ধৃতি করে এম এ মালেক বলেন, জ্ঞান হচ্ছে এমন একটি শক্তিশালী অস্ত্র যা দিয়ে পৃথিবীকে পাল্টে দেয়া সম্ভব। আর এই জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং বিকাশে লাইব্রেরির ভূমিকা অপরিসীম।
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে উদ্ধৃতি করে এম এ মালেক বলেন, একটি বই পৃথিবী পাল্টে দিতে পারে। সুতরাং পৃথিবী পাল্টে দেয়ার সূতিকাগার হচ্ছে লাইব্রেরি। সেই লাইব্রেরির আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশন করে ইউএসটিসি কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে এম এ মালেক আরো বলেন, পৃথিবীতে পশু পশু হয়ে জন্মায়, তাকে পশু হওয়ার জন্য কোন চেষ্টা করতে হয় না। কিন্তু একজন মানুষকে আক্ষরিক অর্থে একজন মানুষ হওয়ার জন্য নিরন্তরভাবে চেষ্টা করতে হয়, শিখতে হয়। এম এ মালেক রবার্ট ফ্রস্টের কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, ঘুমানোর আগে আমাকে আরো বহুদূর যেতে হবে। তোমাদেরও যেতে হবে অনেক পথ। আর এই নিরন্তর পথচলায় আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর এই লাইব্রেরি অনেক বড় সহায়ক শক্তি হয়ে উঠবে।
ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএএইচএস-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সাঈদ মাহমুদ, গভর্নিং বডির সদস্য ডা. শেখ মাসিদ নুর, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর।
সেন্ট্রাল লাইব্রেরির লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) ফারহানা মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন লাইব্রেরি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রামা বড়ুয়া। ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম বলেন, জ্ঞান, গবেষণা ও আবিস্কারে শক্তিশালী একটি জাতি মানব জাতির সম্মান। মৌলিক ও উন্নত জ্ঞানের ভিত্তি না থাকলে কোনো সম্প্রদায়ই এখন সম্মানের সাথে বিকাশ লাভ করতে পারে না।
তিনি আরও বলেন, লাইব্রেরি হল একটি ক্যাম্পাসের হৃদয় ও মস্তিষ্ক। লাইব্রেরির উঁচু তাকগুলোতে জীবনের আলো সংরক্ষিত আছে। আজ ইউএসটিসি এবং আইএএইচএস-এর কেন্দ্রীয় লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে অটোমেশন এবং ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এটি জ্ঞানের অ্যাঙেস এবং এর চাষকে দ্রুত করার জন্য করা হয়েছে। এটি শিক্ষার্থীদেরকে প্রচলিত লেনদেনের কোলাহল থেকে রক্ষা করবে। তাদের শেখার গতি বাড়াবে।
সভাপতির বক্তব্যে ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সমৃদ্ধ লাইব্রেরি উচ্চ শিক্ষার অন্যতম পূর্বশর্ত। স্বয়ংক্রিয় এবং ডিজিটালাইজড ইউএসটিসির এই লাইব্রেরি কারণে শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল এবং শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের আধুনিক এবং যুগোপযোগী এই সুযোগ-সুবিধা ব্যবহার করে নিজেদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। এসময় ইউএসটিসি ও আইএএইচএস-এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।