ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে সুরক্ষার আশায় কর্ণফুলী নদীতে অবস্থান করছে চারশ লাইটার জাহাজ, অয়েল ট্যাংকার, ফিশিং ট্রলার, ড্রেজার ও বার্জ। এসব লাইটার জাহাজে কর্মরত শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে নৌ পুলিশ। খবর বাংলানিউজের।
গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কর্ণফুলী নদীতে অবস্থানরত এসব জাহাজে খাদ্যসামগ্রী নিয়ে যান সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরাম উল্লাহ। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে কর্ণফুলী নদীতে অবস্থান করছে প্রায় ৪০০ লাইটার জাহাজ। নৌ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি স্যারের নির্দেশে কর্ণফুলী এলাকায় গরীব অসহায় লাইটার জাহাজের শ্রমিক, সাম্পান মাঝিদের মাঝে শুকনো খাবার চিড়া, গুড়, বিস্কুট, কলা, পানি বিতরণ করা হয়েছে।











