লাইটারের জন্য শিশুকে মারধর, সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য

আজাদী অনলাইন | রবিবার , ১১ জুন, ২০২৩ at ৭:৩৪ অপরাহ্ণ

নগরের টাইগারপাসে লাইটার চুরির অভিযোগ তুলে শিশুকে মারধরের ঘটনায় পুলিশ সদস্য শওকতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়। এদিন সকাল ১১টার দিকে ট্রাফিক বক্সের পাশে একটি দোকানের ঘটনা এটি। শিশুটি সেখানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে।

শওকত সিএমপির ট্রাফিক বিভাগের র‍্যাকার চালক।

৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মুখে সিগারেট নিয়ে শিশুটির কলার চেপে ধরে বেধড়ক থাপড়াতে থাকেন ওই পুলিশ সদস্য। প্রত্যক্ষদর্শীরা তাকে বারবার থামতে বললেও তিনি শিশুটিকে একের পর এক থাপ্পড় দিতে থাকেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে ওই অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় পিকআপের চাপায় ৬ ভাইকে হত্যা, চালকের আমৃত্যু দণ্ড
পরবর্তী নিবন্ধচিনির দাম আরো বাড়াতে চায় ব্যবসায়ীরা