লস অ্যাঞ্জেলেসে আবারও গুলি নিহত ৩

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

আবারও গুলি চলেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এবারের হামলা হয়েছে বেভারলি ক্রেস্টে। গতকাল শনিবারের ওই হামলায় তিন জন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে পুলিশের বরাত দিয়ে জানিয়ছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স ১১। ঠিক এক সপ্তাহ আগে চীনা নববর্ষের প্রথম দিন লস অ্যাঞ্জেলেসের মন্টেরি পার্কে একটি বলরুম ড্যান্স হলে বন্দুক হাতে হামলা চালিয়ে ১০ জনকে হত্যার পর হামলাকারী বয়স্ক ব্যক্তি আত্মহত্যা করেন। খবর বিডিনিউজের।

বেভারলি ক্রেস্টে হামলার বিষয়ে পুলিশ জানায়, ‘একজন আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালিয়েছেন’ ফোনে এমন খবর পাওয়ার পর স্থানীয় সময় শনিবার ভোররাত ২টা ৪০ মিনিটের দিকে পুলিশ এলিসন ড্রাইভের ২৭০০ ব্লকে উপস্থিত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভেতরে এবং বাইরে মোট সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পারে। তাদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনকে পুলিশ গাড়ির ভেতর মৃত অবস্থায় দেখতে পায়। গাড়িটি একটি ভাড়া করা বাড়ির সামনে পার্ক করা ছিল।

সিবিএস নিউজ জানায়, গুলিবিদ্ধ দুইজন গাড়ি চালিয়ে একটি মেডিকেল সেন্টারে গিয়ে সাহায্য চান। সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হয়। প্যারামেডিকরা গুলিবিদ্ধ আরো দুইজনকে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে বলা হয়, কে বা কারা হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে। তবে আমাদের বিশ্বাস, স্থানীয়দের উপর হামলার ঝুঁকি আপাতত আর নেই। হামলায় যারা হতাহত হয়েছেন তাদের বয়স কেমন, তারা নারী না পুরুষ, সেখানে কী হচ্ছিল ইত্যাদি বিষয়ে আর কোনো তথ্য দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী পরিবহন শ্রমিকদের কল্যাণে অনেক কাজ করছেন
পরবর্তী নিবন্ধবান্দরবানে উন্নয়ন কাজ উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী