আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি গতকাল শনিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের ৬ষ্ঠ বিশপ ও ২য় আর্চবিশপরূপে জপমালা রাণী ক্যাথিড্রাল গির্জায় অধিষ্ঠান গ্রহণ করেছেন। গত ১৯ ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিস বিশপ লরেন্স সুব্রত হাওলাদারকে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের আর্চবিশপরূপে মনোনীত করেন।
আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার ১৯৬৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর বরিশালের
নবগ্রাম রোড, গোলপুকুড় পাড়ে জন্মগ্রহণ করেন। তিনি স্টিফেন ললিত হাওলাদার ও তেরেজা হাওলাদারের চতুর্থ সন্তান। ১৯৮৮ খ্রিস্টাব্দের ২ আগস্ট ক্রুশ সংঘে প্রথম ব্রত গ্রহণ লাভ করে ১৯৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকার আত্মা উচ্চ সেমিনারিতে দর্শন ও ঐশতত্ত্ব বিষয়ে অধ্যয়ন করেন। ১৯৯৩ খ্রিস্টাব্দের ৬ আগস্ট তিনি আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ করেন। ১৯৯৪ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে ডিকন পদে অভিষেক লাভ করেন আর্চবিশপ সুব্রত। ১৯৯৪ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর বিশপ যোয়াকিম রেজারিও, সিএসসি তাকে যাজক পদে অভিষেক দান করেন। প্রেস বিজ্ঞপ্তি।