লরি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জট, ভোগান্তি

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

কুমিল্লার চান্দিনায় একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট তৈরি করেছে; এতে ঈদে ঘরমুখো মানুষকে গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে ভোগান্তি পোহাতে হচ্ছে। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার সকালে চান্দিনার দোতলা এলাকায় লরিটি উল্টে যায়; এরপর দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয় বলে জানান দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক। তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে এটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। এখন যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক। কোথাও যানজট নেই।

যাত্রী ও চালকরা জানায়, এমনিতে ঘরমুখো মানুষের কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেশি। তার মধ্যে লরি উল্টে যাওয়ায় প্রচণ্ড গরমে ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেকায়দায় পড়েছেন। বিকালে যান চলাচল স্বাভাবিক হলেও ধীর গতিতে গাড়ি চলাচল করছে।

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মিঠুন চন্দ্র বিশ্বাস বলেন, ঈদে ঘরমুখো মানুষ বেশি হওয়ার কারণে সড়কে যানবাহনের চাপ বেশি। আর দোতলায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেছে। এ কারণে যানজট আরও বেড়েছে। যানজট নিয়ন্ত্রণ করতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

পূর্ববর্তী নিবন্ধবিতর্কের মধ্যে সুপ্রিম কোর্ট বারে দুলালকে বিজয়ী ঘোষণা
পরবর্তী নিবন্ধবন্দরে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু