লরিচাপায় সবজি বিক্রেতার মৃত্যু, স্ক্র্যাপ ছড়িয়ে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন হুমায়ুন কবির (২৮) নামে এক তরুণ সবজি বিক্রেতা। গতকাল মঙ্গলবার ভোরে পাইকারি বাজার থেকে সবজি কিনতে যাওয়ার পথে মিঠাছড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিকে, মহাসড়কের বাদামতলী এলাকায় একটি স্ক্র্যাপবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় প্রায় এক ঘণ্টা যানজটে স্থবির ছিল চট্টগ্রামের লেনে যাতায়াতকারী যাত্রীরা।

নিহত হুমায়ুন কবির মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকার বদিউল আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে সবজি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হুমায়ুন কবির তার দোকানে একজন কর্মচারীকে বসিয়ে মোটরসাইকেল নিয়ে পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহের উদ্দেশ্যে বের হন। সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের মিঠাছড়া বাজার ইউটার্নের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে একটি লরি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হুমায়ুন কবিরের বড় ভাই মোহাম্মদ সালাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার হাত ধরেই ছোটবেলায় সবজি ব্যবসা শুরু করেছিল। কিছুদিন আগে নিজের ঘর করেছে, বিয়ে করেছে। তিন মাস বয়সী একটি শিশু ছেলে রেখে সে চলে গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এদিকে, একইদিন সকালে মহাসড়কের মীরসরাই সদর সংলগ্ন বাদামতলী এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে স্ক্র্যাপবোঝাই একটি ডাম্প ট্রাক উল্টে যায়। এতে ট্রাকের স্ক্র্যাপ মহাসড়কজুড়ে ছড়িয়ে পড়লে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ট্রাকটি উল্টে যাওয়ার পর স্ক্র্যাপগুলো সড়কে ছড়িয়ে পড়ায় কিছু সময় এক লেনে যান চলাচল বন্ধ রাখতে হয়। পরে স্ক্র্যাপ সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধসাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
পরবর্তী নিবন্ধজামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার না করা প্রসঙ্গে যা বললেন এনসিপির আরিফ