লম্বা মেয়ে আর খাটো ছেলের বিয়ের গল্প

| বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ১০:৫২ পূর্বাহ্ণ

সাব্বির ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একটি ছেলে। খাটো বলে তাকে মানুষের নানাবিধ তিরস্কারের শিকার হতে হয়। তাই জীবনে লম্বা হওয়ার অনেক চেষ্টা করেও বিফল হয়েছে।
বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। তাই মা চায় তাকে বিয়ে করাতে। কিন্তু সাব্বির বিয়ে করতে ভয় পায়। কারণ বিয়ের পর তার সন্তানরাও যদি খাটো হয়, তবে তারাও সারাজীবন মানুষের তিরস্কারের মধ্য দিয়ে যেতে হবে। তাই বাচ্চা-কাচ্চার উচ্চতা ঠিক করার একটা উপায় বের হয়। উপায়টি হচ্ছে, লম্বা মেয়ে বিয়ে করা। বাবা খাটো এবং মা লম্বা হলে ভবিষ্যতে বাচ্চা-কাচ্চা অন্তত গড় উচ্চতা পাবে!
অবশেষে ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার সাব্বির বিয়ে করে ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জারাকে। বিয়ের আগে ছেলেটি খাটো বলে মানুষের কাছে নানাবিধ তিরস্কারের শিকার হয়েছে। কিন্তু বিয়ের পরে তিরস্কারের ধরন পাল্টে যায়। একটা খাটো ছেলে লম্বা মেয়ে বিয়ে করেছে- এ নিয়েই সারাক্ষণ কথা শুনতে হয় দু’জনকে।
এমনই গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘নাট বল্টু’। এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে লম্বা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এবং খাটো ছেলের চরিত্রে মিশু সাব্বির। আরও অভিনয় করেছেন চাষী আলম, অনিক, স্বর্ণলতা, রকি খান, রত্মা খান, ওবিদ রেহানসহ অনেকে। জাকারিয়া সৌখিন বলেন, আমাদের সমাজে একটি মানুষ কিছুটা অস্বাভাবিক হলে তাকে হাসির পাত্র বা পাত্রী হতে হয়। যেখানে সবার উচিত সেই মানুষটিকে সহযোগিতা করা, কিন্তু আমরা করি উল্টো। এ বিষয়গুলি নিয়েই নাটকটি নির্মাণ করেছি। ‘নাট বল্টু’ শিগগিরই সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধনেহা কাক্করের বিয়ের গুঞ্জন
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা কল্যাণ প্রকল্পসহ ১৬৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন