লব্রিকেন্টস্ মার্চেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক

| সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ২:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম লব্রিকেন্টস্ মার্চেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান গত শনিবার নগরীর পাঠানতুলির একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, লুব্রিকেন্টস গাড়ির ইঞ্জিন ও সরঞ্জামকে সচল রাখার সাথে সাথে রাজস্ব জোগান দিয়ে অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখছে।

চট্টগ্রাম লুব্রিক্যান্টস মার্সেন্ট এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পশ্চিমের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ বাঙ্কার সাপ্লায়ার এসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক সালাউদ্দিন মাহমুদ, ২৯নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. জুবায়েরসহ আরো অনেকে।

সভাশেষে সভাপতি সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফরিদুল আলম অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দ ও সংগঠনের কর্মকর্তাদের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ভাঙচুর মামলায় অভিযুক্ত ১২ জন ছাত্রলীগের
পরবর্তী নিবন্ধঅপহৃত কলেজছাত্রের খন্ড খন্ড কংকাল উদ্ধার