মহেশখালীতে খালের গোদিতে লবণ পরিমাপে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সোহেল (৩০)। তিনি কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ সিকদার পাড়া গ্রামের মো. আলী রাজার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবজোমের জব্বইরগ্যা বাপের কূম নামের চিংড়িঘেরের লবণ গোদিতে জমানো লবণ উত্তোলন ও পরিমাপ নিয়ে বৃহস্পতিবার স্থানীয় লাল মোহাম্মদ সিকদারপাড়া গ্রামের ফোরকান আহমদের পুত্র মকছুদ মিয়ার সাথে একই এলাকার আলী আহমদের পুত্র এরশাদ ও ওমর কাজীর পুত্র ছিদ্দিক আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যা ৭টায় মকছুদ তার লোকজন নিয়ে কালামিয়া বাজারে এরশাদ ও তাদের লোকজনকে গালিগালাজ করতে থাকে। এ সময় এরশাদের লোকজন জড়ো হয়ে মকছুদের লোকজনের ওপর হামলা চালায়। উভয়পক্ষ দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সোহেলসহ ৪ জন আহত হন। সোহেলকে মহেশখালী হাসপাতাল থেকে কঙবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত অন্যরা হলেন ফোরকানের পুত্র জালাল মিয়া (২৭), মকছুদ মিয়া (৪০) ও ইমাম শরীফের পুত্র আলী মিয়া (৫০)।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অপরাধীদের ধরতে অভিযান চলছে।