স্বামী যখন আসামি হয় স্বয়ং স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় তখন কি আর পালানোর কোন জো থাকে।
পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন পালিয়ে আত্মগোপনে থেকেও রক্ষা হলো না স্বামীর। অবশেষে গোপনে ছদ্মবেশে পুলিশ পাঠিয়ে ঘরের ঘরনিই হাতকড়া পরালেন স্বামীর হাতে।
কুতুবদিয়া থানা পুলিশ ছদ্মবেশে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় গ্রেফতার করেছে একরাম নামের এক ব্যক্তিকে। তিনি উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ার মো. শাহ আলমের পুত্র।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার আসামি একরাম পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পুলিশি গ্রেপ্তার এড়িয়ে আসছিল। রবিবার (১২ নভেম্বর) বিকেলে সে নিজ এলাকায় লবণ মাঠে কাজ করছে গোপনে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জহির আলী সিকদার পাড়া লবণের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা মামলার গ্ৰেপ্তারি পরোয়ানা রয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দাশ, এএসআই বিপ্লব বড়ুয়া ও রাশেদ আসামিকে লুঙ্গি, গেঞ্জি ও গামছা পরে লবণ চাষি বেশে লবণ মাঠ থেকে গ্রেফতার করে।