দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন এবং মাঠ পর্যায়ে বিপুল পরিমাণ লবণ মজুত থাকা সত্ত্বেও সরকার নতুন করে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেওয়ায় উপকূলীয় লবণ উৎপাদন অঞ্চলগুলোতে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কক্সবাজারের মহেশখালীসহ লবণনির্ভর এলাকাগুলোর মানুষ এই সিদ্ধান্তকে তাদের দীর্ঘদিনের জীবিকা ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছেন। উপকূলবাসীর দাবি খুবই স্পষ্ট ও যৌক্তিক। দেশীয় উৎপাদন, মজুত পরিস্থিতি এবং প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল করতে হবে। একই সঙ্গে দেশীয় লবণচাষিদের স্বার্থ রক্ষায় কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তা না হলে এই ঐতিহ্যবাহী শিল্পটি ধীরে ধীরে অস্তিত্ব সংকটে পড়বে।
আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অনুধাবন করে জনস্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
মুহাম্মদ হেদায়ত উল্লাহ
মহেশখালী,
কক্সবাজার









