লবণের পানিতে পিচ্ছিল মহাসড়ক ধুয়ে পরিষ্কার করল পটিয়া পৌরসভা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার প্রায় এক কিলোমিটার মহাসড়ক পানিতে ধুয়ে পরিষ্কার করেছে পটিয়া পৌরকর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে লবণ পানিতে পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছিল এই সড়কে। মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এ এলাকাটিকে ঝুঁকিমুক্ত করতে পটিয়া পৌরকর্তৃপক্ষ মহাসড়কে পানি দিয়ে স্যাৎস্যাতে ভাব দূর করল।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। এ কাজে সার্বিক সহায়তা করেন পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
মহাসড়কের পটিয়া পৌরসভার মুন্সেফবাজার থেকে আমজুরহাট এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাটি ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ধুয়ে দেয়া হয়। মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা এড়াতে পৌরকর্তৃপক্ষের ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসি।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই, ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রদীপ ত্রিপুরা, পৌরসভার সহকারী প্রকৌশলী মামুন, পৌরসভা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভায় উন্নয়ন প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডের
পরবর্তী নিবন্ধশামশুল হুদা চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ