লন্ডন ঘুরে দেশে ফিরবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা গিয়েছিল একাধিক ভাগে বিভক্ত হয়ে। ফেরার সময়ও হয়েছে ঠিক একই অবস্থা। ওয়ানডে দলের ক্রিকেটারদেরও একইভাবে ফিরতে হচ্ছে। আগে জানানো হয়েছিল তিন ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরবে জাতীয় দলের ক্রিকেটাররা। যার প্রথম বহরটি একদমই ছোট।

সেখানে আসবেন মাত্র দুজন সদস্য। ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিজিও বায়েজিদ ইসলাম। তারা দুজনই আজ মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছাবেন। এদিকে জাতীয় দলের মূল বহর আসবে দুই গ্রুপে ভাগ হয়ে । প্রথম বহর রাজধানীতে এসে পৌছাবে আগামী ২০ জুলাই। পরের গ্রুপটি আসবে পরদিন অর্থাৎ ২১ জুলাই। দুটি বহরই ঢাকায় পৌছাবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। তার আগে আজ মঙ্গলবার সকালে আসবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।

তার সঙ্গে ফিজিও বায়েজিদেরও আসার কথা। ঢাকা এসে পরদিনই নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাবেন জেমি। এদিকে বাংলাদেশ দলের বহরের সঙ্গে আসছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কয়েকদিন লন্ডনে অবস্থান করবেন দেশসেরা এই ওপেনার। সেখানে ছোট্ট অবকাশ কাটিয়ে তারপর দেশে ফিরবেন তামিম।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন বেন স্টোকস
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের পুরস্কার বিতরণী আজ