পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী চাটগাঁ হাউসে অনুষ্ঠিত হলো একটি অনন্য সাহিত্যিক সন্ধ্যা—ড. আহমদ আরমান সিদ্দিকী রচিত ঐতিহাসিক গ্রন্থ ‘জুলাই ৩৬’–এর ইংরেজি সংস্করণের জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রবাসভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সি ফর চাটগাঁ মিডিয়া এই গৌরবময় আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে।
অনুষ্ঠানের সূচনালগ্নে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং লেখককে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডিশনাল ডিআইজি আতিয়া হোসনা।
সি ফর চাটগাঁ মিডিয়া-এর ডিরেক্টর ও বিশিষ্ট শিক্ষাবিদ নাজিম উদ্দিন তাঁর স্বাগত বক্তব্যে অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং বইটির প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা নিয়ে গভীর আলোচনা করেন। তিনি বলেন, “এই গ্রন্থটি ইতিহাসের নির্যাস তুলে ধরেছে, যা আমাদের জাতিসত্ত্বার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি আতিয়া হোসনা তাঁর বক্তব্যে বলেন, ‘জুলাই ৩৬’ কেবল একটি বই নয়, এটি আমাদের সংগ্রামী ইতিহাসের একটি মূল্যবান দলিল। নতুন প্রজন্ম এই গ্রন্থের মাধ্যমে অতীতকে জানবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
লেখক ড. আহমদ আরমান সিদ্দিকী বইটির গবেষণাধর্মী প্রক্রিয়া, প্রেক্ষাপট এবং ইংরেজি অনুবাদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন,
“‘জুলাই ৩৬’ কোনো কল্পকাহিনি নয়—এটি একটি বাস্তব ইতিহাসের দলিল। ইংরেজি অনুবাদ আন্তর্জাতিক পাঠকদের কাছে আমাদের ইতিহাসের আলো পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।”
উল্লেখ্য, ড. সিদ্দিকী বর্তমানে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বইটির ইংরেজি সংস্করণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি হাই কমিশনার আবিদা ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“এই বই আন্তর্জাতিক পাঠকমহলে ‘জুলাই বিপ্লব’ সম্পর্কে একটি তথ্যবহুল, হৃদয়গ্রাহী ও গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন চিত্র উপস্থাপন করবে।”
অনুষ্ঠানে বই মোড়ক উন্মোচন উপলক্ষে একটি কেক কেটে উদ্যাপন করেন লেখক ড. আহমদ আরমান সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, চট্টগ্রাম সমিতি ইউকের সেক্রেটারি মৌসুমী চৌধুরী জয়া, সি ফর চাটগাঁ মিডিয়ার ডিরেক্টর সেলিম হোসাইন, জেইন গ্লোবালের ডিরেক্টর সাজ্জাদুল ইসলাম, সি ফর চাটগাঁর ডিরেক্টর সেলিমুল হক, টি অ্যান্ড টি কনসালট্যান্ট এর সিইউ ইফতেকার আহমেদ, মিতু চৌধুরী, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন ইউকে (BCA) সামি সানাউল্লাহ, সিইও, ট্রাভেল লিংক; প্রেসিডেন্ট, বিমানের অনুমোদিত ট্রাভেল এজেন্টস কামরু আলী, ডিরেক্টর, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (UKBCCI) সৈয়দ গোলাম মহিউদ্দিন , FCCA, পোর্টফোলিও ইসি মেম্বার, দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাব শেলী নিজাম, সাবেক ভাইস চেয়ারপারসন, চট্টগ্রাম সমিতি ইউকে।
এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অসংখ্য বিশিষ্টজন, সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক সংগঠক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সি ফর চাটগাঁ মিডিয়া-এর ডিরেক্টর সেলিম হোসাইন সকল অতিথি ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে দেশের খ্যাতনামা সংগীতশিল্পী পার্থ বড়ুয়া তাঁর হৃদয়ছোঁয়া সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের আবেগতাড়িত করে তোলেন। তাঁর সুরেলা পরিবেশনা পুরো অনুষ্ঠানে এক অনন্য আবেগ ও সৌন্দর্যের আবহ তৈরি করে।