লন্ডনের কেন্দ্রস্থলে টাওয়ার ব্রিজের কাছে এক ব্যবসাপ্রতিষ্ঠানে ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের রাজধানীর এই এলাকাটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য। খবর বিডিনিউজের।
এখানে সহিংস অপরাধ বিরল ঘটনা বলে জানিয়েছে রয়টার্স। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সোমবার লন্ডনের সাউদার্ক এলাকায় অবস্থিত টাওয়ার ব্রিজের কাছে এক গলির এক প্রাঙ্গণে একাধিক হামলার ঘটনা ঘটেছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তারা গিয়ে দেখেন ঘটনাস্থলেই ৫৮ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২৭ বছর বয়সী আরেক ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তারও মৃত্যু হয়। আহত ত্রিশোর্ধ তৃতীয় আরেক ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন, তার আঘাত তত মারাত্মক নয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা একটি খুনের তদন্ত শুরু করেছে।
পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকায় ত্রিশোর্ধ আরেক ব্যক্তিকে আটক করা হয়েছে। গুরুতর জখম নিয়ে সঙ্কটজনক অবস্থায় থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি আমরা, পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছি, বলেছেন ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট এমা বন্ড।
তিনি আরও বলেন, ঘটনায় সন্ত্রাসবাদের কোনো ইঙ্গিত নেই এবং জনসাধারণের জন্য কোনো বাড়তি ঝুঁকিও নেই।