লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ২০১৭ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে করা সরকারি তদন্ত প্রতিবেদনে বিপর্যয়ের জন্য সরকার ও ভবন নির্মাণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করা হয়েছে। খবর বিডিনিউজের।
দুর্ঘটনার সাত বছর পর বুধবার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ভবনের বাইরের অংশে দাহ্য ক্ল্যাডিং স্থাপনের সঙ্গে জড়িত সংস্থাগুলিকেও দায়ী করে তাদের চিহ্নিত করা হয়েছে।
২০১৭ সালের ১৪ জুন স্থানীয় সময় ভোররাতে লন্ডনের অন্যতম এক অভিজাত এলাকার ২৩ তলা একটি আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লণ্ডনের একটি আবাসিক ভবনে হওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা এটি। রয়টার্স জানায়, ভবনের রক্ষণাবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান ও দাহ্য উপাদানযুক্ত পদার্থ সরবরাহকারী প্রতিষ্ঠানকে অগ্নিকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয়েছে।