লন্ডনলুক : চট্টগ্রামে যুক্তরাজ্যের আবহ

শাড়ি বোরকা আভায়া কসমেটিকস টয়লেট্রিজসহ নারী পুরুষ শিশুদের নানা পণ্যের বিপুল সমাহার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

ঈদে চাই সবকিছু নতুন। কেননা ঈদ মানে খুশি, হাসি আর আনন্দ। এই আনন্দের দিনে নিজেকে সাজিয়ে তুলতে, রাঙাতে চলে মাস ধরে আয়োজন। সবাই চায় ঈদে নতুনত্ব নিয়ে নিজেকে উপস্থাপন করতে। বাহারি এক্সক্লুসিভ পোশাকে ঈদে নিজেকে সাজিয়ে তুলতে। শুধু পোশাক নয়, অন্যান্য অনুষঙ্গেও চাই মানসম্পন্ন পণ্য। হোক সেটা বিদেশি। এমন সব বিদেশি পণ্যের সমাহার ঘটেছে নগরীর আফমি প্লাজার দ্বিতীয় তলায় লন্ডনলুকে। নাম শুনে সহজে অনুমেয়, এখানে সব যুক্তরাজ্যের পণ্য। কি নেই এখানে, শাড়ি, কসমেটিক্স, টয়লেট্রিজ, জুতা, স্যান্ডেল, ব্যাগ, শিশুদের পোশাক, পুরুষের স্যুট, কিচেন এপ্লায়েন্স থেকে শুরু করে সবই এখানে পাওয়া যাচ্ছে। শপিংয়ের জন্য দেশের বাইরে না গিয়ে বিদেশি পণ্য চট্টগ্রামের লন্ডনলুকে পাওয়া যাবে।

লন্ডনলুকের প্রতিষ্ঠাতা ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনার দিল আক্তার রহমান মীরা লন্ডন থেকে সব পণ্য পছন্দ করে দেশে আনেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টার ফসল লন্ডনলুক।

লন্ডনলুকের সিইও মো. মাহবুব উর রহমান স্বপন জানান, আমাদের সকল পণ্য যুক্তরাজ্যের। লন্ডন ও ইউরোপের নামী-দামি ব্র্যান্ডের পণ্যের সমাহার এখানে। আরেকটি ব্যাপার হলো লন্ডনলুকের গ্রাহকরা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাবেন বিশেষ চিকিৎসা সুবিধা।

তিনি আরো জানান, ম্যাক ব্রান্ডের লিপস্টিক, মিনি মাস্কারা, পার্স (লেডিস ব্যাগ), শিশু, নারী-পুরুষের স্যান্ডেল, পারফিউম, সানগ্লাস, রিডিং গ্লাস, পুরুষদের সামার স্যুট (টু পিস), স্যুট (থ্রি পিস), শিশুদের পোশাক, যুক্তরাজ্যের ম্যাক ব্র্যান্ডের আসল কসমেটিক্স, বিশ্ববিখ্যাত আইকিয়া ব্র্যান্ডের কিচেন এপ্লায়েন্স। নানা ধরনের হোটেল স্ট্যন্ডার্ড পিলো। হোম এপ্লায়েন্সের অন্যান্য পণ্য বুকিং দিলেই দশ দিনের মধ্যে ডেলিভারি দেয়া হচ্ছে। এবার নতুন করে যুক্ত হয়েছে শাড়ি, বোরকা ও আভায়া। স্বপন আরো জানান, এবার ঈদকে সামনে রেখে কয়েকশ ডিজাইনের শাড়ি বিক্রির জন্য এনেছি। সিল্ক তাঞ্জোর হ্যান্ডলুমের শাড়িও যুক্তরাজ্যের। হ্যান্ডওভেন ডিজাইনের কালামকারি আর্ট ও জরি বর্ডারের লিনেন শাড়ির বিপুল সমাহার আছে। এছাড়া শার্ট, টি শার্ট তো আছেই। দামও নাগালের মধ্যে। সবচেয়ে মজার ব্যাপার স্লিম টি ব্যাগ। এই চা শরীরের ওজন কমাতে সাহায্য করে। এবারের ঈদে নির্বিঘ্নে যুক্তরাজ্যের বিভিন্ন ব্র্যান্ডের কেনাকাটা করতে লন্ডনলুকই একমাত্র ভরসা।

পূর্ববর্তী নিবন্ধআর্ত মানবতার কল্যাণই সচেতন মানুষের নিত্যকর্ম হওয়া উচিত
পরবর্তী নিবন্ধসরকার বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলেছে