নগরের আকবর শাহ থানার লতিফপুরে চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্থানীয় হান্নানের ভাড়ার ঘরে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে কেউ হতাহত হননি।