লঘুচাপ, দিনভর বৃষ্টি

জোয়ারে প্লাবিত নগরের কিছু এলাকা ৩ নং সতর্কতা সংকেত

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

ঋতুচক্রে বর্ষাকাল শেষ হয়েছে আট দিন আগে। কিন্তু বন্ধ হয়নি বর্ষণ। গতকাল শনিবারও বৃষ্টি হয়েছে নগর ও বিভিন্ন উপজেলায়। এতে ভোগান্তি হয়েছে নগরবাসীর। আজও বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামীকালের মধ্যে সৃষ্টি হতে পারে আরো একটি লঘুচাপ। এছাড়া মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, কঙবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়। এদিকে গতকাল জোয়ারে প্লাবিত হয়েছে আগ্রাবাদসহ বেশ কিছু নিচু এলাকা। এতে দুর্ভোগ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস রেকর্ড করে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়া সন্দ্বীপে ৭৬ মিলিমিটার ও সীতাকুণ্ডে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামীকালের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিপ্তরের সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কঙবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বসির আহমেদ হাওলাদার জানান, আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব ও অস্থায়ীভাবে দক্ষিণপশ্চিম দিক হতে ঘণ্টায় ১৫২০ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ২৫৩৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধপিআরের ভাষা হলো মার্কাতে ভোট দেবে, এমপি কে হবে কেউ জানবে না