বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে যা নিম্নচাপে রূপ নেওয়ার পরে হালকা বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পূর্বাভাসে বলা হয়েছে, অগ্রহায়ণের শুরুতে দিন ও রাতের তাপমাত্রা কমছে দুদিন ধরে, কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। খবর বিডিনিউজের। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে যা সুস্পষ্ট লঘুচাপ হয়ে কাল শনিবার নাগাদ একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা করা হচ্ছে না। এটির প্রভাব বাংলাদেশে পড়বে না। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।
 
        
