লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল

চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

উত্তর বঙ্গোপসাগর ও সন্নিহিত এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই চট্টগ্রাম, কঙবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৈকতে বিলীন হচ্ছে ঝাউগাছ, ভাঙছে পাড়
পরবর্তী নিবন্ধউত্তাল সাগরে যেতে পারেনি কোনো ফিশিং ভ্যাসেল-ট্রলার