লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে

পাহাড় ধসের শঙ্কা, তিন নম্বর সতর্কতা সংকেত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। এদিকে লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চল প্লাবিত এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নদী বন্দরের জন্য এক নম্বর নৌ-সতর্কতা সংকেত দেখাতে বলেছে। চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ আজাদীকে বলেন, বঙ্গোপসাগরে এখন একটি লঘুচাপ রয়েছে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে। মৌসুমী নিম্নচাপ হলেও বছরের এই সময়ে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। আজ বুধবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের গতকাল সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অস্থায়ী দমকা হাওয়াসহ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত ও পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৬ কিলোমিটার বেগে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ৩৫-৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংগ্ন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে গতকাল সন্ধার পর থেকে ভারী বর্ষণের কারণে রাত সাড়ে ৯টার দিকে নগরীর কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসুরক্ষা অ্যাপস হ্যাক করে এসএমএস থানায় জিডি
পরবর্তী নিবন্ধভুয়া রপ্তানি দেখিয়ে ২ কোটি টাকার কাঁচামাল খোলা বাজারে বিক্রি