লঘুচাপটি নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

দক্ষিণপূর্ববঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত স্পষ্ট লঘুচাপটি পশ্চিমউত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কঙবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবর্তায় (ক্রমিক) বলা হয়, নিম্নচাপটি গতকাল দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণদক্ষিণ পশ্চিমে, কঙবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৭০ কিলোমিটার দক্ষিণদক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৯৯৫ কিলোমিটার দক্ষিণদক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৬৫ কিলোমিটার দক্ষিণদক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিমউত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার