লক্ষ্য সিরিজ জয়

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি ফরম্যাটে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের। আফগানিস্তানের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে টানা দুটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। গত শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম টিটোয়েন্টিতে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ।

আজ দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। সেইসঙ্গে টিটোয়েন্টি ফরম্যাটে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের। সিলেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশআফগানিস্তান দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচ। নিজেদের টিটোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবার টানা তিনটি সিরিজ জিতেছিলো বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিলো তারা। সিরিজের প্রথম টিটোয়েন্টিতে শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিকের পরও ২ উইকেটে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছেএই ফরম্যাটে শক্তিশালী দল হয়ে উঠার দক্ষতা দেখিয়েছে টাইগাররা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। হৃদয়কে সমর্থন দিয়েছেন আরেক তরুণ ব্যাটার শামিম হোসেন পাটোয়ারী। চাপের মধ্যে থেকেও এমন জয় ভবিষ্যতের ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস দিবে বলে জানান হৃদয়। এখন দেখার বিষয়, এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারে কিনা বাংলাদেশ। নির্বাচকদের একটি সূত্র জানিয়েছে, একাদশে কোনো পরিবর্তন আসবে না।

প্রথম ম্যাচের দলটিই খেলবে দ্বিতীয় ম্যাচে। সূত্র জানিয়েছে, অলরাউন্ডার সাকিবকে ঘিরে ছয় ব্যাটারের সঙ্গে সমান সংখ্যক বোলারে সাজানো হবে আজ রোববারের একাদশ। অর্থাৎ দ্বিতীয় ম্যাচেও তিনজন করে পেসার (তাসকিন, মোস্তাফিজ, শরিফুল) ও স্পিনার (সাকিব, নাসুম ও মিরাজ) থাকবেন একাদশে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ধন্যবাদ দিয়ে গেলেন গৌতম আদানি
পরবর্তী নিবন্ধদোহাজারীতে শেষ হলো প্রচারণা, কাল ভোটগ্রহণ