লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি

এনসিসি ব্যাংকের মাসব্যাপী কর্মশালা উদ্বোধন

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের সহযোগিতায় এনসিসি ব্যাংক লিঃ সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কুমিল্লায় স্কীলস্‌ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর অধীন ‘এন্টারপ্রেনারশীপ ডেভলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। এসময় এনসিসি ব্যাংকের মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, সিএমএসএমই বিভাগ প্রধান মো. সোলায়মান-আল-রাজী এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. জাহিদ ইকবাল বিশেষ অতিথি ছিলেন। বার্ডের পরিচালক (প্রশিক্ষন) আবদুল্লাহ্‌ আল মামুন এবং এনসিসি ব্যাংকের মানবসম্পদ বিভাগের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার মো. রবিউল হাসান ভূঁইয়া প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন। উক্ত কর্মশালায় ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য , বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘এসইআইপি’ শীর্ষক প্রকল্পের অধীনে উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে। নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহায়ক হবে বলে বক্তারা মতামত প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনের সাবেক ইউপি মেম্বারকে ৭ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে অপহরণের ৪ দিন পর কৃষক উদ্ধার