চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে এবং এসআইওয়াইবি ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার উইম্যান চেম্বারের সেমিনার হলে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ব্যবসা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স। চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আয়েশা ফারহা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।
তিনি বলেন, লক্ষ্য ও মনোবল ঠিক থাকলে জীবনে উন্নতি আসবেই। এ প্রশিক্ষণ উদ্যোক্তাদের উদ্যোগকে আরো বেশি বেগবান করতে সহায়ক হবে। স্বাগত বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক কাজী তুহিনা আক্তার।
সভাপতির বক্তব্যে উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আয়েশা ফারহা চৌধুরী প্রশিক্ষণ আয়োজনের জন্য এসআইওয়াইবি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। শুভেচ্ছা বক্তব্য দেন, ফাউন্ডেশনের অব মাস্টার ট্রেইনার জহির উদ্দিন বাবর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিতারা রহমান, রাফেজা বিনতে হিলালী। প্রেস বিজ্ঞপ্তি।