লক্ষ্য উদ্যোক্তা তৈরি, দশ স্টলে পণ্য প্রদর্শন

সাউদার্ন ইউনিভার্সিটিতে ২৬তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

উদ্ভাবনে নতুনত্বের ছোঁয়া’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৬তম উদ্যোক্তা উন্নয়ন মেলা ও প্রতিযোগিতা২০২৫। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে বিবিএ ৭১ব্যাচ ও এইচটিএম ৩৬তম ব্যাচের উদ্যোগে একাডেমিক কোর্সের অংশ হিসেবে গত মঙ্গলবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান। অতিথি ছিলেন মাটিটার চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাইফুল আকতার। উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান বলেন, শিক্ষার্থীরা অধ্যয়নরত অবস্থায় এই ধরনের আইডিয়া নিয়ে কাজ করছে দেখে আমি মুগ্ধ। তাদের মধ্যে উদ্ভাবন ও সৃষ্টিশীলতার মনোভাব রয়েছে। একজন সফল উদ্যোক্তা মানে হাজারো কর্মসংস্থানের সৃষ্টি। এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা চাকরি নেয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে চাকরি দেয়ার মানসিকতা অর্জনে সক্ষম হবে। তরুণ শিক্ষার্থীরা যদি সৃজনশীলতা ও উদ্যোগী শক্তির মাধ্যমে দেশে নতুন নতুন ব্যবসার প্রসার ঘটাতে পারে, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাবে।

ডা. মুনাল মাহবুব বলেন, সৃজনশীলতা এবং উদ্ভাবন সাফল্যের মূল চাবিকাঠি। ছাত্রজীবন থেকে উদ্যোক্তা হওয়ার যে মানসিকতা তোমাদের মধ্যে তৈরি হয়েছে তা প্রশংসাযোগ্য।

মূলত ব্যবসার প্রসার ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ সেমিস্টারভিত্তিক এ মেলার আয়োজন করে। এবার শিক্ষার্থীরা ১০টি স্টলে নিজেদের আইডিয়া থেকে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে সেরা স্টল ও প্রজেক্ট দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআইআইটিআইআর ও আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইংলিশোলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর