লক্ষ্য অর্জনে দৃঢ় প্রত্যয়ী মনোভাবে এগিয়ে যেতে হবে

সীতাকুণ্ডে পুরস্কার বিতরণে আসলাম চৌধুরী

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:১১ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. আসলাম চৌধুরী বলেছেন,গর্ব করার মতো ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সময়ের দাবি। এই জন্য সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। স্বপ্ন অনেক বড় থাকবে। ধাপে ধাপে এ লক্ষ্য অর্জনে কঠিন দৃঢ় প্রত্যয়ী মনোভাবে এগিয়ে যেতে হবে। তিনি গতকাল শনিবার দিনব্যাপী সীতাকুণ্ডে আলহাজ গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা, শিক্ষা সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সফলতা সহজলভ্য কিছু নয়, প্রয়োজন সদিচ্ছা এবং লক্ষ্য বাস্তবায়নের প্রবল ইচ্ছা শক্তি। এখানে পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক অসচ্ছলতা বাধা হয়না। ৪ পর্বের এ অনুষ্ঠানে ১ম পর্বে ছিলো আলহাজ গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, ৩য় পর্বে শিক্ষা সেমিনার ও আলোচনা সভা। বিষয়: ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব’ এবং শেষ পর্বে গুণীজন সংবর্ধনা। সংবর্ধিত অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শাহরিয়ার হোসেন চৌধুরী। জেএএম সংস্থা পরিচালিত বৃত্তি পরীক্ষায় এবার ৯৯২জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে ৫জন মেধায়, ১২ জন ট্যালেন্টপুলে, ১২জন সাধারণ গ্রেডে মোট ২৯জন বৃত্তি অর্জন করে। সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদের সভাপতিত্বে ও বাশিস উত্তর জেলার সাধারণ সম্পাদক মোবারক আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ভিসি অধ্যাপক ড. মো. ওবায়দুল করিম। বিশেষ অতিথি ছিলেন বাশিস উত্তর জেলার সভাপতি তৌহিদুল ইসলাম টিপু। উপস্থিত ছিলেন ডা. কমল কদর, জয়নাল আবেদীন দুলাল, জাকির হোসেন, জহুরুল আলম জহুর,ছালে আহমেদ সলু, ফজলুল করিম চৌধুরী, মো. বখতিয়ার উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভিপি নূরের উপর হামলা দেশকে ফ্যাসিবাদে ফিরিয়ে আনার চক্রান্ত
পরবর্তী নিবন্ধসিআরসিডি মুক্ত স্কাউটস গ্রুপের ক্যারিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ