দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, নিজের মেধাকে বিকশিত করতে হলে স্ব–শিক্ষায় শিক্ষিত হতে হবে। ছোটবেলা থেকে শেখার জন্য খেলাধুলা অপরিহার্য বিষয়। শিশু যখন খেলছে তখন তার সঙ্গে তার মন খুলছে, শরীর কাঠামো মজবুত হচ্ছে এবং নানা নৈপুণ্য, দক্ষতা তার আয়ত্বে চলে আসছে। খেলার মধ্য দিয়ে শিশু প্রকৃতির সঙ্গে পরিচিত হচ্ছে। খেলাধুলার অঙ্গনে শিশুর মধ্যে কল্পনাশক্তি বাড়ে এবং নতুন নতুন সৃজনশীলতা এসে যুক্ত হয়। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে পটিয়ার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মু. দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, এম রাশেদ মনোয়ার, শাহাদাত হোসেন ফরিদ, গাজী মুহাম্মদ ইদ্রিছ, জেলা পরিষদ সদস্য ফারহানা আফরিন জিনিয়া, মফিজুল ইসলাম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রা খুরশিদুর রহমান, চবি আইন বিভাগের প্রফেসর ড. এ বি এম আবু নোমান, মীর গোলাম মোস্তফা রাসেল, জয়নাল আবেদীন, মু. শাহাজাহান, মুর্তুজা কামাল মুন্সি, প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, কফিল উদ্দিন রাজু, সবুজ বড়ুয়া, জামাল আহমদ, নুর হোসেন, আবদুল করিম, প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন প্রমুখ।