মানবতার সেবায় আমরা বদ্ধপরিকর–এই স্লোগানকে সামনে রেখে গঠিত লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রতি পালিত হয়েছে। ওইদিন বৈলতলী সার্বজনীন শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দিরসহ বিভিন্ন স্থানে ফলদ, বনজ, ঔষধি বৃক্ষের চারা বিতরণও করা হয়।
বিভিন্ন মন্দির ও মহাশ্মশানের পক্ষে প্রবাল চক্রবর্তী, মাস্টার অমল চৌধুরী, সুকেশ দাশগুপ্ত, মাস্টার অশোক সুশীল, রুপন বিশ্বাস, বিকাশ বিশ্বাস, তপু বিশ্বাস, সৈকত বৈরাগী চারাগুলো গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি সুজন দত্ত, সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য, রিপন দেব, পলাশ পাল, শৈবাল দাশ, বাবলু দাশ, বাবুন দাশ, আপন দাশ, রাজু দেব, সুভাষ দাশ, নন্দন শিকদার ও আকাশ দাশ। কর্মসূচিতে সহযোগিতা করেন চন্দনাইশ উপজেলা মহাজোটের নেতা দেবব্রত ধর। প্রেস বিজ্ঞপ্তি।