লক্ষ্মীপুরে সড়কের পাশে মিলল বাঁশখালীর এক যুবকের মরদেহ। গত মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ সদর থানা এলাকায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ সেলিম (৩০) উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকার গোলাম নবির ছেলে।
জানা যায়, সেলিম লক্ষ্মীপুরে গাড়ি চালক হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার ভোরে জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সামনের সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে সেলিমের মৃত্যুর আগের দিন রাতে কলা খাওয়া নিয়ে স্থানীয় একজনের সাথে নিহত সেলিমের কথা কাটাকাটি হয়। এবং তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা গেলেও সড়ক দুর্ঘনায় সেলিমের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা দাবি করেন।
এ ঘটনার ব্যাপারে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক লিটন বলেন, মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তবে এর আগের রাতে কলা খাওয়া নিয়ে স্থানীয় একজনের সাথে নিহত সেলিমের কথা কাটাকাটির ঘটনা ঘটে বলে জানান তিনি।
বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ইউপি সদস্য পারভীন আক্তার বুধবার রাত সাড়ে ৯টার দৈনিক আজাদীকে বলেন, সেলিমের মৃত্যুর প্রকৃত কারণ চিহ্নিত করে অপরাধীর শাস্তি দাবি করছি। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেলিমের মরদেহ নিজ গ্রামে পৌঁছায়নি।











