লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৫:৩৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ভোর ৪ টায় চন্দ্রগঞ্জ সদর থানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ সেলিম (৩১)। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩ নং খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদম রসুল এলাকার গোলাম নবির ছেলে।

পুলিশে সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সামনের সড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) লিটন বলেন, গতকাল রাতে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তবে গতকাল রাতে কলা খাওয়া নিয়ে স্থানীয় একজনের সাথে নিহত সেলিমের কথা কাটাকাটি হয়।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় যুবদলকর্মী সাজ্জাদ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বুক পকেটে চিরকুট রেখে যুবকের আত্মহত্যা