লক্ষাধিক ইয়াবাসহ আটক ৬

উখিয়া টেকনাফ ও বাঁশখালীতে অভিযান

উখিয়া ও বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৪:৫৫ পূর্বাহ্ণ

উখিয়া, টেকনাফ ও বাঁশখালীতে পৃথক অভিযানে লক্ষাধিক ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ, বিজিবি ও র‌্যাব। উখিয়ার বালুখালী ও কুতুপালং, টেকনাফের খারাংখালী এবং বাঁশখালীর পুঁইছড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ান-৩৪ বিজিবির পরিচালক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, উখিয়ার বালুখালী সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পশ্চিম বালুখালীর হিন্দু পাড়ার মৃত ননাই দাসের ছেলে মিন্টু দাস (৩৯) ও মৃত মৃগেন্দ্র দাসের ছেলে শিমুল দাসের (৩৫) বাড়ি থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। একইদিন সকালে টেকনাফ-২, বিজিবি সদস্যরা নাফ নদীর খারাংখালী সীমান্তে পরিত্যক্ত বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। টেকনাফ-২ বিজিবি পরিচালক মো. ফয়সাল খান জানান, মিয়ানমার থেকে ইয়াবাগুলো আনার সময় পাচারকারীরা বিজিবি সদস্যদের দেখে পালিয়ে যান।
অন্যদিকে র‌্যাব-১৫ কক্সবাজারের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা যুবক আবু তৈয়ব (২৬) ও ঈদগাঁওয়ের আবুল হোসাইনকে (৪৩) ৮ হাজার ইয়াবাসহ উখিয়া টিভি কেন্দ্র এলাকা থেকে এবং বালুখালী-১৮নং ক্যাম্পের রোহিঙ্গা ফয়েজ আহমদকে (৩৫) ১৫ হাজার ইয়াবাসহ আটক করেছেন। এদিকে বাঁশখালীর পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় রফিকুল ইসলাম (২৮) নামে এক পথচারীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। আটক রফিকুল মহেষখালীর পানিরছড়া এলাকার লাল মোহাম্মদ সিকদারের ছেলে। বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, এসআই দীপক কুমার সিংহের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। আটক ইয়াবা কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ ঋণের সব মামলা যাচ্ছে যুগ্ম দায়রা জজ আদালতে
পরবর্তী নিবন্ধনিখোঁজ লেগুনা চালকের জবাই করা লাশ মিলল কুয়াইশে